শাহরুখের শাহি ক্যারিয়ার
বলিউড বাদশা শাহরুখ খানের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ধাপে ধাপে নিজের রঙ বদলিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। অ্যান্টি হিরো থেকে দিলওয়ালে দুলহান, সার্কাসের এরিনা থেকে ডনের পসিনা... এমনটা করে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।
-
তিনি শুরুটা করেছিলেন ১৯৮৯ সালে। তখনও হয়তো তিনি ভাবেননি যে, ‘সার্কাস’ ছবিটি জমে উঠবে।
-
১৯৯২ সালে তিনি খুব একটা আলোচনায় আসেননি। তবে নজর কেড়েছিলেন অনিবার্যভাবে।
-
নির্মাতা কিরণ-এর হাত ধরেই খানের ভাগ্যের চাকা ঘুরতে থাকে।
-
ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ছবি ফ্লপ হলেও, পরে ক্যারিয়ার ক্রমশই উঠতে শুরু করে শাহরুখের। আর এজন্যই হয়ত শাহরুখের মুখে শোভা পেয়েছে সেই বিখ্যাত সংলাপ ‘হার কর জিতনেওয়ালো কো বাজিগর কহতে হ্যায়’।
-
এরপর নেগেটিভ চরিত্র থেকে বেরিয়ে এসে একেবারে রোমান্টিক হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন ‘বাদশা’।
-
’৯০-এর দশকের শেষ থেকে ২০০০-এক মাঝামাঝি সময় পর্যন্ত মিষ্টি প্রেমের গল্পে শাহরুখের জুড়ি মেলা ভার ছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘চলতে চলতে’, ‘ম্যায় হু না’ প্রভৃতি ছবি দুর্দান্ত সাফল্য পেয়েছিল।
-
‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে রাজ-এর চরিত্রটি শাহরুখের ক্যারিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে। ছবিটিও ভারতীয় মেনস্ট্রিম সিনেমার ইতিহাসে মাইলফলক।
-
মেইনস্ট্রিম হিরো হওয়ার পাশাপাশি তিনি বহু ছবিতে ক্যামিও চরিত্রেও অভিনয় করেছেন। ছোট, দানাদার ছবিতে তিনি একেবারেই অন্যরকম।
-
বরাবরই নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন শাহরুখ।