শুভ জন্মদিন রাম চরণ
তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা রাম চরণের জন্মদিন আজ। ১৯৮৫ সালের এই দিনে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
অভিনেতার পুরো নাম কোনিডেলা রাম চরণ।
-
অ্যাকশন চলচ্চিত্র ‘চিরুথা’ (২০০৭) দিয়ে অভিনয় জীবনে পা রাখেন রাম। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করেন তিনি। এই সিনেমায় অভিনয় করে দক্ষিণের সেরা পুরুষ নবাগত অভিনেতা ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।
-
এস এস রাজামৌলির ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র ‘মগধীর’ (২০০৯) তে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন ।
-
তার উল্লেখযোগ্য কাজ ‘রাচা’ (২০১২), ‘নায়ক’ (২০১৩), ‘ইয়েভাডু’ (২০১৪), ‘গোবিন্দুদু আন্দারিভেদেলে’ (২০১৪), ‘ধ্রুব’ (২০১৬), ‘ব্লকবাস্টার রঙ্গস্থলম’ (২০১৮), ‘আরআরআর’ (২০২২)।
-
দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন তিনি।
-
তিনি তিনটি ফিল্মফেয়ার পুরস্কার এবং দুটি নন্দী পুরস্কার পেয়েছেন। এমনকি ২০১৩ সাল থেকে ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
-
তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যাকে হলিউড ফিল্ম ইভেন্টে পুরস্কার প্রদানের সুযোগ দিয়ে সম্মানিত করা হয়েছে।