‘কিস’ এর জন্য জনপ্রিয় ইমরান হাশমি
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির জন্মদিন আজ। ১৯৭৯ সালের এই দিনে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বেতে জন্ম তার। তার পুরো নাম সৈয়দ ইমরান আনোয়ার হাশমি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০০৩ সালের ‘ফুটপাত’ সিনেমা দিয়ে অভিনয় জীবনের যাত্রা শুরু তার। প্রথম সিনেমায় তেমন সাড়া পায়নি এই অভিনেতা।
-
তবে ২০০৪ সালে তার অভিনীত ‘মার্ডার’ সিনেমাটি মুক্তির পর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এই সিনেমার গানগুলো তুমুল জনপ্রিয়তা পায়। এমনকি সিনেমাটি বক্স অফিসেও সফল হয়।
-
তারপর থেকে ইমরান হাশমির অন্যরকম এক পথচলা শুরু। তার সিনেমায় সাহসী দৃশ্য ছিল নিয়মিত। চুমুর দৃশ্যে তিনি এতো বেশি অভিনয় করেছেন যে, তাকে সিরিয়াল কিসার বলেও আখ্যায়িত করা হয়।
-
কয়েক বছর আগ পর্যন্তও ভাবা হতো, ইমরান হাশমির সিনেমা মানেই চুমু আর অন্তরঙ্গ দৃশ্য।
-
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও ইমরান হাশমি বরাবরই দর্শকদের পছন্দের অভিনেতা। তাকে বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা হিসেবে গণ্য করা হয়।
-
তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘জেহের’, ‘আশিক বানায়া আপনে’, ‘কলিয়ুগ’, ‘আকসার’, ‘গ্যাংস্টার’, ‘আওয়ারাপান’, ‘জান্নাত’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘মার্ডার টু’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘জান্নাত টু’, ‘রাজ থ্রি’, ‘এক থি দায়ান’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘সাংহাই’ ও ‘হামারি আধুরি কাহানি’ ইত্যাদি।
-
ব্যক্তিগত জীবনে ২০০৬ সালে পারভীন সাহানিকে বিয়ে করেছেন জনপ্রিয় এই অভিনেতা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।