বলিউড কুইন কঙ্গনার জন্মদিন আজ
বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে ভারতের হিমাচল প্রদেশের ছোট শহর ভাম্বলায় জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম
-
কর্মজীবন শুরুর লক্ষে তিনি মাত্র ১৬ বছর বয়সে দিল্লিতে পাড়ি জমান এবং অল্প সময় মডেলিং করেন।
-
মঞ্চ পরিচালক অরবিন্দ গৌড়ের কাছে প্রশিক্ষণের পর রানাওয়াত ২০০৬ সালের থ্রিলার সিনেমা গ্যাংস্টার-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
-
প্রথম কাজেই বাজিমাত করেন এই নায়িকা। এই কাজে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
-
এরপর নাট্যধর্মী ‘ওহ্ লামহে’ (২০০৬), ‘লাইফ ইন আ... মেট্রো’ (২০০৭) ও ‘ফ্যাশন’ (২০০৮) চলচ্চিত্রে ভাবানুভূতিপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
-
‘ফ্যাশন’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
-
বোল্ড পোশাক, ফ্যাশনদুরস্ত চাল, সাবলীল অভিনয়, রাজনৈতিক বিতর্ক, ঝড় তোলা মন্তব্য, বেপরোয়া চরিত্রের জন্য সব সময় আলোচনায় থাকেন কঙ্গনা।
-
ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।