প্লেব্যাক গায়িকা ধ্বনির জন্মদিন আজ
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২২ মার্চ ২০২৫
আপডেট: ১০:৪৩ এএম, ২২ মার্চ ২০২৫
বলিউডের নতুন প্রজন্মের প্রথম সারির প্লেব্যাক গায়িকা ধ্বনি ভানুশালীর জন্মদিন আজ। ১৯৯৮ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মাত্র ১৩ বছর বয়স থেকে থেকেই গান গাওয়া শুরু করেন তিনি।
-
ওয়েলকাম টু নিউইয়র্ক চলচ্চিত্রে ‘ইশতেহার’ গানটি দিয়ে তার সংগীতজীবন শুরু করেন।
-
২০১৮ সালে সত্যমেভা জয়তে চলচ্চিত্রে দিলবার গানটি গেয়েছেন তিনি।
-
তবে ‘লেজা লেজা রে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও করে বেশ জনপ্রিয়তা পান এই তরুণ গায়িকা।