শুভ জন্মদিন রানি মুখার্জি
প্রকাশিত: ০১:০১ পিএম, ২১ মার্চ ২০২৫
আপডেট: ০১:০১ পিএম, ২১ মার্চ ২০২৫
বলিউড মাতানো অভিনেত্রী রানি মুখার্জির জন্মদিন আজ। ১৯৭৮ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম
-
১৯৯৬ সালে ১৮ বছর বয়সে বাবা রাম মুখার্জি পরিচালিত কলকাতার সিনেমা ‘বিয়ের ফুল’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রানির। পরের বছরই ‘রাজা কি আয়েগি বারাত’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় রানির।
-
১৯৯৮ সালে করণ জোহার পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটি রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় রানিকে।
-
ক্যারিয়ারে রানির ব্যবসাসফল সিনেমার সংখ্যা নেহাত কম নয়। কাজ করেছেন তার সময়কালীন বলিউডের প্রায় সব সুপারস্টার নায়কের সঙ্গে।
-
হিন্দি সিনেমার জগতে কাজের মাধ্যমে নিজেকে তিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার দখলে রয়েছে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অনেক সম্মাননা।
-
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে আসা রানির অভিনয় প্রতিভা এখনো মুগ্ধ করে দর্শকদের।