এখনো ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন শশী কাপুর
বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুরের জন্মদিন আজ। ১৯৩৮ সালের এই দিনে ভারতের কলকাতায় জন্ম তার। ছবি: সংগৃহীত
-
তার প্রকৃত নাম বলবীর রাজ কাপুর। তবে তিনি শশী কাপুর নামেই বেশি পরিচিত।
-
বলিউডের চলচ্চিত্রে মুখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি।
-
১৯৬০-এর দশক থেকে শুরু করে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকার তালিকায় ছিল তার নাম।
-
১৯৭৮ সালে নিজস্ব চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ফিল্ম ভালাস প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান থেকে জুনুন, কলিযুগ, ৩৬ চৌরঙ্গী লেন, বিজেতা ও উৎসব নির্মাণ করেন। ১৯৯১ সালে তার নির্দেশনায় ও পরিচালনায় আজুবা মুক্তি পায়।
-
১৯৮৭ সাল থেকে খুব কমই অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮৮ সালে পিয়ার্স ব্রসনানের সঙ্গে দ্য ডিসিভার্স চলচ্চিত্রে অভিনয় করেছেন।
-
১৯৯৪ সালে মুহাফিজ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার বিশেষ লাভ করেন।
-
চলচ্চিত্রে তার সবশেষ ও সাম্প্রতিক অংশগ্রহণ ছিল ১৯৯৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর আত্মজীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জিন্নাহ’। ঐ সিনেমার অনুবাদক ছিলেন তিনি।
-
২০১১ সালে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদকে ভূষিত হন।
-
২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুরের পর কাপুর পরিবারের তৃতীয় সদস্যরূপে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা পান তিনি।
-
২০১৭ সালের ৪ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই শিল্পী।