বেঁচে থাকলে ৫০-এ পা দিতেন পুনীত
ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার পুনীত রাজকুমারের জন্মদিন আজ। ১৯৭৫ সালের এই দিনে বেঙ্গালুরুতে জন্ম তার। জনপ্রিয় এই অভিনেতা সবার কাছে ‘পাওয়ারস্টার’ নামে পরিচিত ছিলেন। ছবি: সংগৃহীত
-
পুনীত রাজকুমার কিছু সিনেমাতে শিশুশিল্পী হিসেব অভিনয় করেছিলেন। শিশুশিল্পী হিসেবে অভিনীত তার কয়েকটি সেরা সিনেমা- বসন্ত গীতা, চালিসুভা মোদাগালু, এরাদু নকশতারাগালু এবং বেট্টাদা হুভু।
-
বেট্টাদা হুভুতে রামু চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এছাড়া, চালিসুভা মোদাগালু এবং এরাদু নকশতারাগালু জন্য কর্ণাটক রাজ্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পান।
-
২০০২ সালে পুনীত ‘আপ্পু’র মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
-
২০১২ সালে অমিতাভ বচ্চন আয়োজিত হিন্দি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র কন্নড় সংস্করণ 'কন্নড়দা কোটাধিপতি'র প্রথম সিজনও হোস্ট করেছিলেন পুনীত রাজকুমার।
-
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন পুনীত রাজকুমার ২৯টি চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করেন।
-
বক্স অফিস রেকর্ডের ক্ষেত্রেও পুনীত রাজকুমার ইতিহাস তৈরি করেছিলেন। তিনি যে ৪৯টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তার মধ্যে ৪০টি প্রেক্ষাগৃহে একটানা ১০০ দিন চলেছিল।
-
শুধু কর্ণাটকে নয়, পুরো ভারতে পুনীতের ভক্তের সংখ্যা ঈর্ষণীয় পর্যায়ের। ভারতের বাইরেও তার ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। আর যা তিনি তৈরি করেছিলেন নিজের অভিনয় দক্ষতা এবং মানবিক গুণাবলী দিয়ে।
-
শুধু অভিনয় নয় গানও গাইতেন পুনীত কুমার। গান থেকে যা আয় করতেন তার পুরোটাই যেত দাতব্য সংস্থা ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা তহবিলে।
-
পর্দার বাইরেও এই অভিনেতা অসংখ্য মানুষের জীবনের নায়ক ছিলেন, ছিলেন তাদের ভরসার আশ্রয়স্থল।
-
মাত্র ৪৬ বছর বয়সে ২০২১ সালের ২৯ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা।