কৌতুক অভিনেতা রাজপালের জন্মদিন আজ
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপালের জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে ভারতের উত্তরপ্রদেশে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম
-
রাজপাল যাদবের অভিনয় জীবন শুরু হয় ছোটপর্দা দিয়ে। দূরদর্শনের একটি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
-
বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলতে অনেক স্ট্রাগল করতে হয়েছে অভিনেতাকে।
-
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তার বাবা সবসময় চাইতেন যে, তিনি জীবনে অনেক বড় হন। কারণ, তাদের পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো ছিল না। শুরুর জীবনে রোজগারের জন্য অনেক কষ্ট করতে হয় তাকে এবং তার ভাইকে। সেখান থেকে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে গড়ে তুলতে স্ট্রাগল করেছেন তিনি।
-
শুধু বলিউড নয়, হলিউডেও কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। ২০১৪ সালে ‘ভোপাল- আ প্রেয়ার ফর রেন’-দিয়ে বলিউডে যাত্রা তার।
-
২০০৩ সালে রাধা যাদবকে বিয়ে করেন রাজপাল যাদব।
-
বহু হিট ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা।