মায়াবী এই শিশুটি এখন বলিউডের সেরা নায়িকা!
বলিউডের এই সময়ের অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন আজ। ১৯৯৩ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্ম তার।
-
তার বাবা বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান।
-
২০১১ সালে মুম্বাইয়ের জামাবাই নার্সি বিদ্যালয় (আইবিডিপি) থেকে স্নাতক সম্পন্ন করেন আলিয়া। জন্মসূত্রে তিনি ব্রিটিশ নাগরিক।
-
১৯৯৯ সালে মাত্র ৬ বছর বয়সে তনুজা চন্দ্র পরিচালিত ‘সংঘর্ষ’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন আলিয়া।
-
২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন আলিয়া। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই নায়িকা।
-
এরপর জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন থেকে নির্মিত বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন। যার মধ্যে ‘টু স্টেট্স’ (২০১৪), ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ (২০১৪), ‘ডিয়ার জিন্দেগি’ (২০১৬) এবং ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ (২০১৭) অন্যতম।
-
২০১৪ সালে ইমতিয়াজ আলী পরিচালিত ‘হাইওয়ে’ পথ-চলচ্চিত্রে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত কিশোরীর চরিত্রে আলিয়ার অভিনয় বেশ প্রশংসা পায়। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জেতেন।
-
২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ অপরাধ নাট্য চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত অভিবাসী চরিত্রে এবং ২০১৮ সালে ‘রাজি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলিয়া শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
-
২০১৭ সালে জায়গা করে নেন ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় এবং একই বছর ফোর্বস এশিয়ার থার্টি আন্ডার থার্টি তালিকায়ও অন্তর্ভুক্ত হন।
-
২০১৯ সালে তার সর্বাধিক উপার্জনকারী সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র ‘গালি বয়’ মুক্তি পায়। চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে (অস্কার) সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ভারত থেকে নির্বাচিত হয়েছিল।
-
জনপ্রিয় এই অভিনেত্রীর তালিকায় রয়েছে- ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘হার্ট অব স্টোন’, ‘জিগরা’-এর মতো সফল সিনেমা।
-
২০২২ সালের ১৪ এপ্রিল বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জনপ্রিয় এই নায়িকা।
-
২০২২ সালের ৭ নভেম্বর রণবীর-আলিয়ার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। এই তারকা দম্পতির একমাত্র মেয়ের নাম রাহা কাপুর।