কৃতির কৃতিত্ব
ভারতের দক্ষিণী নায়িকা কৃতিকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ভারতীয় দিক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী কৃতি খারবান্দা এখন বলিউড জয় করতে চাচ্ছেন।
-
কৃতি অভিনীত প্রথম ছবি ‘বনি’ ২০০৯ সালে মুক্তি পায়। প্রথম ছবিতেই দারুণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। দক্ষিণে এখন পর্যন্ত ১৫টি ছবি করেছেন তিনি।
-
এই বছর বলিউডে ডেবিউ করার পাশাপাশি তামিল ছবিতেও ডেবিউ করছেন কৃতি।
-
কৃতির ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি হল ‘গুগলি’ ও ‘সুপার রঙ্গ’। তিনি ফিল্মফেয়ারে ‘কন্নড়’ ছবির সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিলেন।
-
দিল্লির একটি পঞ্জাবি পরিবারে জন্ম কৃতির। শৈশবেই তিনি পরিবারের সঙ্গে চলে আসেন ব্যাঙ্গালুরুতে।
-
স্কুলজীবন থেকেই মডেলিং শুরু করেন কৃতি। বিজ্ঞাপনে কাজ করতে পছন্দ করতেন তিনি।
-
বিক্রম ভট্টের ‘রাজ রিবুট’ কৃতির ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে।
-
কৃতি সময়কে মূল্যবান সম্পদ বলে মনে করেন। তাই তিনি শুটিং হোক আর ইন্টারভিউ হোক, কখনও তাতে দেরি করেন না।
-
কৃতির স্বপ্ন এখন একটাই তিনি বলিউডেও তার কৃতিত্ব দেখাতে চান।
-
কৃতি খুবই প্রকৃতিপ্রেমী। অবসর পেলেই ছুটে যান প্রকৃতির একান্ত কাছে।
-
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি জানিয়েছেন যে, ভূতের ছবিতে অভিনয় করলেও বাস্তব জীবনে ভূতকে ভীষণ ভয় পান।
-
‘রাজ রিবুট’ ছবির শুটিং চলাকালীন তিনি রাতে ঘরে আলো জ্বালিয়ে ঘুমোতেন।