ভক্তদের হৃদয়ে আজও বেঁচে আছেন তাপস
২০২০ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। ছবি: সংগৃহীত
-
পৃথিবীতে না থাকলেও ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন জনপ্রিয় এই অভিনেতা।
-
অভিনেতার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হলেও তার পূর্বপুরুষের বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামে।
-
১৯৮০ সালে জীবনের প্রথম সিনেমা ‘দাদার কীর্তি’-তে কেদার চরিত্রে অভিনয় করেই বাঙালির মন জয় করে নেন তিনি।
-
‘দাদার কীর্তি’র পর ‘ভালোবাসা ভালোবাসা’ নামের আরেকটি ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি।
-
১৯৮১ সালে ‘সাহেব’ ছবিতে ভাল অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল। এরপর দীর্ঘ সময় বাংলা সিনেমায় রাজত্ব করেছেন এই অভিনেতা।
-
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ছিল তার অবাধ বিচরণ। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকেট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন। এর আগে, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন।
-
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও ছিল তার অবাধ বিচরণ। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকেট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন। এর আগে, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন।