লাল রঙে আবেদনময়ী টালিউড সুন্দরীরা
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০১:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ভালোবাসার মাসে লাল রঙের আকর্ষণীয় সব পোশাকে আবেদন ছড়াচ্ছেন টালিউড সুন্দরীরা। এক নজরে দেখে নেওয়া যাক সুন্দরীদের আবেদনময়ী সব ছবি। ছবি: সোশ্যাল মিডিয়া
-
চোখ ধাঁধানো স্ট্রেপি ব্যাক স্যাটিন গাউনে আবেদন ছড়াতে ব্যস্ত টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।
-
লাল হল্টারনেক স্ট্রেপ গাউন, স্টেটমেন্ট দুল, ব্রেসলেট, রেড লিপস, কালো আইলাইনার দেওয়া চোখ আর স্লিক বানে বেশ স্টাইলিশ লাগছে মিমিকে।
-
হল্টারনেক ব্যাকলেস ভেলভেট গাউন, ডায়মন্ডের দুল আর সফট কার্ল হেয়ারস্টাইলে লাস্যময়ী দর্শনা বণিক।
-
স্ট্রেপলেস লাল গাউন আর মুক্তার দুলে অপরূপ অভিনেত্রী ঊষসী রায়।
-
ড্রেপড বডিকন আর সিম্পল সাজে নজর কাড়ছেন বং সুন্দরী শোলাঙ্কি রায়।
-
লাল ব্লেজার, লাল লিপস্টিক আর সোনালি লেয়ারড নেকপিসে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।