মায়াবী এই শিশুটি এখন লাস্যময়ী নায়িকা
মাত্র ৬ বছর বয়সেই গায়িকা হিসেবে অভিষেক হয় তার। এরপর শুরু হয় তার অভিনয় জীবনের পথচলা। পেছন ফেরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে সে জনপ্রিয় নায়িকা। বলছি ভারতের বিখ্যাত অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকা ঠাকুরর মেয়ে শ্রুতি হাসানের কথা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৬ সালের ২৮ জানুয়ারি ভারতের তামিলনাডুর চেন্নাইতে জন্ম শ্রুতি হাসানের।
-
শিল্পী পরিবারে জন্ম নেওয়ায় চলচ্চিত্রজগতে পা রাখা খুব একটা কঠিন ছিল না শ্রুতির জন্য। তবে মায়াবী এই অভিনেত্রী সিনে দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছেন নিজ গুণে।
-
২০০০ সালে শ্রুতি হাসান ‘হে রাম’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।
-
২০০৯ সালে অ্যাকশনধর্মী সিনেমা ‘লাক’ দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
-
অভিনেত্রী হিসেবে শ্রুতি হাসান প্রতিষ্ঠা পান ‘ওহ মাই ফ্রেন্ড’, ‘আনাঙ্গানাগা ও ধীরুদু’ ও ‘৭আম আরিভু’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘গাব্বার সিং’, ‘ভেদালাম’, ‘শ্রীমানথুডু’, ‘এসআই থ্রি’, ‘রেস গুররাম’, ‘ডি-ডে’, ‘রামাইয়া ভাসতাভাইয়া’, ‘গাব্বার ইজ ব্যাক’ ও ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো ব্যবসাসফল সিনেমায়।
-
অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সফলতা অর্জন করেছেন শ্রুতি হাসান। তামিল, তেলেগু ও হিন্দি ভাষার বহু সিনেমায় তিনি গান করেছেন।
-
সাফল্যময় ক্যারিয়ারে শ্রুতি হাসান বেশ কিছু পুরস্কারও অর্জন করেছেন। এর মধ্যে দুইবার ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ড, পাঁচবার সিমা অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।
-
পড়াশোনাতেও তুখোড় ছিলেন শ্রুতি হাসান। অভিনয়ের সঙ্গে তিনি পড়াশোনাও চালিয়ে যান। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন।