বিশেষ দিনে দেখুন সায়নীর নজরকাড়া সব ছবি
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৫:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের জন্মদিন আজ। ১৯৯৩ সালের এই দিনে জন্ম তার। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
শুধু অভিনয়ে নয়, রাজনীতিতেও সফল এই নায়িকা।
-
‘অপরাজিতা’, ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘ইচ্ছে ডানা’ ধারাবাহিকে অভিনয় জনপ্রিয়তা পেয়েছেন।
-
শুধু ধারাবাহিকেই নয় জনপ্রিয়তা পেয়েছেন ‘পকেটমার’, ‘আস্তে লেডিস’, ‘বউ কেনো সাইকো’, ‘চরিত্রহীন’ নামের বাংলা ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
-
সিনেমায়ও রয়েছে তার পদচারণা। সায়নীর অভিনীত ‘কানামাছি’ সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
-
কানামাছি ছাড়াও ‘অলীক সুখ’, ‘অন্তরাল’, ‘বোধন’, ‘রাজকাহিনী’, ‘অতিথি’ সিনেমায়ও অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন।
-
অভিনয় ও রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন জনপ্রিয় এই নায়িকা।