বলিউডের নতুন ক্রাশ রাশা
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৪:৩৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
সদ্য ১৮ পেরোলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। মায়ের প্রতিচ্ছবি রাশা এরই মধ্যে পেয়েছে বলিউডের নতুন ক্রাশের খেতাব। ছবি: রাশার ইনস্টাগ্রাম থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যম আর বিভিন্ন অনুষ্ঠানে রকমারি সাজপোশাকে দেখা যায় এই জেন-জি সুন্দরীকে।
-
সব পোশাকেই নজরকাড়া এই স্টারকিড।
-
রেড হট লুকে মনোক্রোম টপ ও ম্যাচিং প্যান্টে বেশ আকর্ষণীয় লাগছে তাকে।
-
সাদাকালো স্লিভলেস ফ্রকের সঙ্গে হাইহিলে নজরকাড়া রাশা।
-
ফুলেল ফ্রকে আকর্ষণীয় পোজে ক্যামেরাবন্দী হয়েছে বলিউডের নতুন ক্রাশ।
-
ডেনিম পোশাকের সঙ্গে হালকা সাজ আর এলোমেলো চুলে দারুণ লাগছে তাকে।
-
ঝলমলে লেহেঙ্গার লুকে আবেদনময়ী রাভিনা কন্যা।
-
হলুদ ড্রেসের সাথে ম্যাচিং সানগ্লাসে হাস্যোজ্জ্বল রাশা।