ফুলের মধ্যমণি মধুমিতা
বসন্ত আসার আগেই বসন্ত নামিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মধুমিতা সরকার। সম্প্রতি ফুলেল পোশাকে সবার নজর কেড়েছেন জনপ্রিয় এই নায়িকা। ছবি: মধুমিতার ইনস্টাগ্রাম থেকে
-
অভিনেত্রীর ফ্লোরছোঁয়া গাউনে নিখুঁতভাবে বসানো হয়েছে ১০ হাজার রংবেরঙের গোলাপ, যা মধুমিতা নিজে বাজারে গিয়ে পছন্দ করে কিনেছেন।
-
গাউনের সঙ্গে মিল রেখে হাতে পরেছেন ফুলের তৈরি ব্রেসলেট। ছেড়ে রাখা সেমি কার্ল হেয়ারস্টাইলেও রয়েছে ফুলের ছোঁয়া।
-
এ যেন রূপকথার ফুলকুমারি।
-
নানা পোজের ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আরে বলো যেখানে তুমি রোপিত সেখানেই ফুল ফোটো, আমি বলি যেখানে তুমি ভালো সেখানেই ফুল ফোটো।আমি শুধু ফুল পরিনি, আমি এটি ডিজাইন করেছি। এটি কেবল একটি পোশাক নয়, এটি একটি ঘোষণা। আমরা কোমল এবং উগ্র, মার্জিত এবং অপ্রতিরোধ্য হতে পারি। তাই এখানে জোরে ফুল ফোটানো, গর্বিতভাবে ফুল ফোটানো এবং ঘোষণা করা হল ‘ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত’।
-
অনেক দিন ধরেই মধুমিতার শখ ছিল ইউনিক কিছু করার। ফুলের নজরকাড়া গাউনে শোভা ছড়িয়ে নিজের শখ পূরণ করলেন নায়িকা।