বলিউডের সফল কোরিওগ্রাফার ফারহা খান
বলিউডের জনপ্রিয় ও সফল কোরিওগ্রাফার ফারহা খানের আজ জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্ম তার। ছবি: ফারহা খানের ইনস্টাগ্রাম থেকে
-
৬০ বছর বয়সী এই ড্যান্স কোরিওগ্রাফার পরিচালনা করেছেন বেশ কিছু হিন্দি ছবি। বেশকিছু রিয়েলিটি শোয়ের জাজ হিসেবেও নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই কোরিওগ্রাফার।
-
মাত্র ২৭ বছর বয়সে সরোজ খানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেরিয়ার শুরু করেন ফারহা। এরপর আর পিছন ফেরে তাকাতে হয়নি তাকে।
-
২০০৪ সালের শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হু না’ সিনেমাটি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছিলেন ফারহা। ফিল্মফেয়ারের এই ক্যাটেগরিতে মীরা নায়ারের পর ফারহাই ছিলেন দ্বিতীয় মহিলা পরিচালক।
-
কোরিওগ্রাফার আর পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন ফারহা। ১৯৯৮ সালের করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একটি ক্যামিও রোলে প্রথমবার দেখা গিয়েছিল ফারহাকে।
-
এরপর ২০২১ সালে বোমন ইরানির সঙ্গে ‘শিরিন ফারহাস কি তো নিকল পড়ি’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন ফারহা।
-
হলিউডেও জমিয়ে কাজ করেছেন ফারহা খান। ‘বম্বে ড্রিমস’ ছবির জন্য বেস্ট কোরিওগ্রাফারের নমিনেশন পেয়েছিলেন তিনি। ২০০৪ সালে টোনি অ্যাওয়ার্ডসের জন্য এই নমিনেশন পেয়েছিলেন ফারহা।
-
‘বম্বে ড্রিমস’ ছাড়াও ‘মনসুন ওয়েডিং’, ‘ভ্যানিটি ফেয়ার’ এইসব হলিউডের ছবিতেও কাজ করেছেন ফারহা।
-
ব্যক্তি জীবনে তিন সন্তানের মা জনপ্রিয় এই তারকা। তার সন্তানদের নাম অন্যা, দিবা এবং সিজার।