বিতর্কও কমাতে পারেনি নুসরাতের জনপ্রিয়তা
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে কলকাতায় জন্ম তার। এক যুগ ধরে অভিনয় করে যাচ্ছেন লাস্যময়ী এই নায়িকা। নাম লিখিয়েছেন রাজনীতিতেও। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
এই অভিনেত্রীর সঙ্গে বিতর্ক শব্দটা উতপ্রোতভাবে জড়িত। কখনো কাজ, কখনো রাজনীতি আবার কখনো বা ব্যক্তিজীবন নিয়ে থাকেন আলোচনা-সমালোচনার কেন্দ্রে।
-
২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নুসরাত।
-
২০১১ সালে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। প্রথম সিনেমায় জিতের বিপরীতে কাজ করে বেশ প্রশংসিত হন তিনি।
-
এরপর ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’, ‘আমি যে তোমার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে জয় করেন হাজারো দর্শকের হৃদয়। এক পর্যায়ে নুসরাত হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী।
-
বাণিজ্যিক সিনেমা ছাড়া ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘ডিকশনারি’ ইত্যাদি ভিন্নধারার সিনেমাতে অভিনয় করেও বেশ প্রশংসিত হন তিনি।
-
২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন নুসরাত। সে বছরই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিপক্ষে জয়ী হন নুসরাত।
-
ব্যতিক্রমী সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন লাস্যময়ী এই নায়িকা।
-
২০১২ সালে নুসরাতের প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন নুসরাত।
-
২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়।
-
পরে নুসরাত নিজে জানান, তার ও নিখিলের বিয়ে বৈধ ছিল না, ছিল লিভইন রিলেশনশিপ। পরে কলকাতা হাইকোর্টও তাদের বিয়ে অবৈধ ঘোষণা করেন।
-
নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা গেলেও এ বিষয়ে মুখ খুলেননি তারা।
-
২০২১ সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত।
-
সন্তান জন্মের পরই যশের সাথে সম্পর্ক বিষয় প্রকাশ্যে আনেন নায়িকা।
-
বর্তমানে সংসার ও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিতর্কিত এই নায়িকা।