‘কেজিএফ’ নায়কের জন্মদিন আজ
‘কেজিএফ’ অভিনেতা যশের জন্মদিন আজ। ১৯৮৬ সালের এই দিনে জন্ম তার। কন্নড় এই অভিনেতার আসল নাম নবীন কুমার গওডা। তবে যশ নামেই সবাই তাকে চেনে। ছবি: যশের ইনস্টাগ্রাম থেকে
-
২০০০ সালে ধারাবাহিকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন যশ।
-
২০০৭ সালে ‘জামবারা হুড়ুগি’ ছবি দিয়ে বড় পর্দার যাত্রা শুরু।
-
তবে প্যান ইন্ডিয়া ছবি ‘কেজিএফ’-এর হাত ধরে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।
-
‘কেজিএফ’ মুক্তির পর থেকেই রাতারাতি সুপারস্টার হয়েছেন এই কন্নড় অভিনেতা।
-
প্রথম ছবির পর দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শক।
-
২০২২ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলোর মধ্যে অন্যতম ‘কেজিএফ ২’।
-
সম্প্রতি অভিনেতার তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’র পোস্টার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। গাড়িতে হেলান দিয়ে দাড়ানো চিরচেনা যশ।
-
১০ এপ্রিল সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।
-
ব্যক্তিজীবনে ২০১৬ সালে প্রেমিকা রাধিকাকে বিয়ে করেন যশ।
-
বর্তমানে দুই সন্তান আর্য ও যথার্বকে নিয়ে সুখের সংসার তার।