আজ ইরফান খানের জন্মদিন
প্রভাবশালী বলিউড অভিনেতা ইরফান খানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের এই দিনে জয়পুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। বেঁচে থাকলে তার বয়স হতো ৫৭ বছর। ছবি: সোশ্যাল মিডিয়া
-
২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরফান খান।
-
১৯৮৪ সালে যখন তিনি মাস্টার্সের ছাত্র তখনই ন্যাশনাল স্কুল অব ড্রামা, দিল্লিতে শিক্ষাবৃত্তি পান। সেখানে পড়াশোনা শেষে মুম্বাইয়ে এসে অভিনয় জীবন শুরু করেন ইরফান।
-
শুরুতেই অনেকগুলো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এর মধ্যে ‘চাণক্য’, ‘ভারত এক খোঁজ’, ‘সারা জাহান হামারা’, ‘বনেগি আপনি বাত’, ‘চন্দ্রকান্ত’, ‘শ্রীকান্ত’ ও ‘স্পর্শ’ অন্যতম।
-
ইরফান খানের বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৮৮ সালে। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম সিনেমা মীরা নেয়ার পরিচালিত ‘সালাম বোম্বে’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান।
-
১৯৯০ সালের আর্ট ফিল্ম ‘এক ডক্টর কি মৌত’-এ তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়।
-
শুরু থেকেই অভিনয় জগতে প্রভাব বিস্তার করতে থাকেন ইরফান।
-
স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
-
অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু ছবিতে।
-
বাংলাদেশে বহুল আলোচিত একটি চলচ্চিত্র ‘ডুব’-এর মূল ভূমিকাতেও ছিলেন তিনি।
-
তার জন্মদিনে পরিবারের সদস্যরা ছাড়া বলিউড তারকা ও ভক্তরা স্মরণ করছেন এই অভিনেতাকে।