বোল্ড লুকে পার্বতীর ঝলক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০২:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ এ দেখা গেছে দক্ষিণের মডেল ও অভিনেত্রী পার্বতী নায়েরকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মাত্র ১৫ বছর বয়সেই মডেলিং ও অভিনয় দিয়ে রঙিন দুনিয়ায় যাত্রা শুরু তার।
-
তার বোল্ড বডি ল্যাঙ্গুয়েজের জন্য খুব সহজেই সব ধরনের লুকে মানিয়ে যায় তাকে।
-
দক্ষিণি স্টাইলে কাসাভু শাড়িতে নজরকাড়া নায়িকা।
-
অফ দ্য শোল্ডার সিকুইনের নেভি ব্লু বডিকন গাউনে লাস্যময়ী পার্বতী।
-
সাউথ স্টাইলে ড্রেপের শাড়ি আর সাদামাটা সাজে মায়াবী অভিনেত্রী।
-
ডেনিম অন ডেনিম শর্টসের লুকে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি।