২০২৪ সালে যে তারকাদের বিচ্ছেদে ভেঙেছে ভক্তদের হৃদয়
দেখতে দেখতে বিদায়ের শেষ প্রান্তে চলে এসেছে ২০২৪ সাল। উত্থান-পতনের মধ্যে দিয়ে কেটে যাওয়া বছরে ভেঙেছে অনেক তারকার সুখের সংসার। সেই সঙ্গে ভেঙেছে তারকাদের ভক্ত-অনুরাগীদের হৃদয়ও।
-
সবাইকে অবাক করে দীর্ঘ ২৯ বছরের সংসারের ইতি টেনেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ আর রহমান ও স্ত্রী সায়রা বানু।
-
২০২৩ সালেই ভারতের বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে ডিভোর্স দেন। তবে তা আলোচনায় আসেনি লম্বা সময় পর্যন্ত। এরমাঝে শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাবেদকে।
-
ভক্ত-অনুরাগীদের অবাক করে দিয়ে সুখের সংসারের ইতি টেনেছেন এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিক খান।
-
ভক্তদের হৃদয় ভেঙেছে দক্ষিণের সুপারস্টার ধনুশ। ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় এই অভিনেতা।
-
অবশেষে ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে গেলেন বেনিফার বলে পরিচিত জনপ্রিয় জুটি অভিনেতা বেন অ্যাফ্লেক ও সঙ্গীত-অভিনয়শিল্পী জেনিফার লোপেজ।