টালিউডের আলোচিত ৫ বিয়ে
আর মাত্র দিন তিনেক পরই বিদায় নেবে ২০২৪। আনন্দ-বেদনা, হাসি-কান্নায় বছরটি ভালোই কেটেছে বিনোদন অঙ্গনের। এ বছর ঘটেছে বহু আলোচিত ঘটনা। এরমধ্যে অন্যতম ছিল টালিউড তারকা অনুপম-প্রস্মিতা, কাঞ্চন-শ্রীময়ী, সোহিনী-শোভন, রূপাঞ্জনা-রাতুল, রূপসা-সায়নদীপের বিয়ে। ছবি: তারকাদের ফেসবুক থেকে
-
চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। ১৭ ফেব্রুয়ারি শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান অনুষ্ঠিত হয়েছে। সাতপাকে বাঁধা পড়েন তারা। বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এ জুটি।
-
কণ্ঠশিল্পী অনুপম রায় ২০১৫ সালে বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে। ৬ বছরের মাথায় তারা আলাদা হয়ে যান। এরপর ২০২৩ সালের নভেম্বরে টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া। পরে চলতি বছরের ২ মার্চ প্রস্মিতাকে বিয়ে করেন অনুপম।
-
সিঙ্গেল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন। রাতুলও টালিপাড়ার পরিচিত মুখ। শুটিং ফ্লোরে পরিচয়, তারপর বন্ধুত্ব ও প্রেম। তাদের সম্পর্ক কখনো গোপন রাখার চেষ্টা করেননি রূপাঞ্জনা। ১৯ এপ্রিল কলকাতার পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রূপাঞ্জনা ও রাতুল।
-
চলতি বছরের ১৫ জুলাই সাত পাকে বাঁধা পরেন সোহিনী-শোভন।
-
চলতি বছরের ৩ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ।