চির যুবক অনিল কাপুর
বলিউড অভিনেতা অনিল কাপুরের জন্মদিন আজ। ১৯৫৬ সালের এই দিনে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র, তার যেন অন্যতম উদাহরণ অনিল কাপুর। ৬৮ বছর হলেও তার চেহারায় পরেনি বয়সের ছাপ। এই বয়সেও তারুণ্য ধরে রেখেছেন জনপ্রিয় এই অভিনেতা।
-
বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেও অনিল কাপুর অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তেলুগু ছবি ‘বংশা ভৃক্ষম’ এর হাত ধরে। যেটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে।
-
শুধু অভিনয়ই নয়, তিনি একজন প্রশিক্ষিত সেমি-ক্লাসিক্যাল গায়ক। বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ‘ওহ ৭ দিন’ (১৯৮৩), ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ (২০০০), এবং ‘চামেলি কি শাদি’ (১৯৮৬)। এছাড়া ১৯৮৬ সালে সালমা আগার সঙ্গে ‘ওয়েলকাম’ নামে অনিলের একটি পপ অ্যালবামও প্রকাশিত হয়।
-
স্টাইল আইকন হিসেবেও ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত তিনি।
-
মাত্র ১৪ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছেন অনিল কাপুর। এখনো পর্যন্ত কাজ করে চলছেন জনপ্রিয় এই অভিনেতা।