হিরে ব্যবসায়ীর মেয়ে যখন পর্দার রানী
বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে মুম্বাইয়ের এক ধনাঢ্য পরিবারে জন্ম তার। অভিনেত্রীর বাবা পেশায় একজন হীরা ব্যবসায়ী। ছবি: ইনস্টাগ্রাম
-
মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তামান্না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার অভিনয় দেখে পৃথিবী থিয়েটার থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে প্রায় এক বছর থিয়েটারে কাজ করেন তিনি।
-
২০০৫ সালে ‘চান্দ সা রশান চেহরা’ নামের সিনেমা দিয়ে মাত্র ১৫ বছর বয়সেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
-
তামান্নার প্রথম সিনেমাটি বক্স অফিসে ফ্লপ। একই বছর তার অভিষেক হয় তেলেগু ইন্ডাস্ট্রিতে। এর এক বছর পর এই নায়িকা নাম লেখান তামিল সিনেমায়।
-
‘হ্যাপি ডেইস’ ও ‘কাল্লুরি’ নামের দুটি সিনেমায় অভিনয় করে দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান শক্ত করেন সুন্দরী এই অভিনেত্রী। এমনকি দুটি সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা তামিল অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সাউথ পুরস্কারের মনোনয়ন পান তিনি।
-
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সফল ও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন লাস্যময়ী এই নায়িকা।
-
ভারতের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’তেও অভিনয় করেছেন তামান্না।
-
২০১৭ সালে তামান্না ভাটিয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ জন অভিনয়শিল্পীর তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন। যেখানে প্রভাস ও আনুশকা শেঠির মতো তারকারা ছিলেন তার পেছনে।
-
তামান্না মোট আটবার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারে মনোনয়ন লাভ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একবারও পুরস্কার অর্জন করতে পারেননি।