আলিয়া ও শেনের বিয়ের একগুচ্ছ ছবি
১১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী শেন গ্রেগকে বিয়ে করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
-
বিয়ের শুভ লগ্ন আসার প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় প্রাক বিয়ের অনুষ্ঠান।
-
হলুদ, মেহেন্দি, সংগীতের জমকালো অনুষ্ঠানের পর শুভ্র সাজে বিয়ের আসরে দ্যুতি ছড়ান এ যুগল।
-
বিয়ের দিন আলিয়ার পরনে ছিল অফ হোয়াইট, প্যাস্টেল ও গোলাপি রঙের ভারী কাজের লেহেঙ্গা। অন্যদিকে শেনের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি।
-
মাথার ওপর ফুলের চৌকি ধরে কনেকে বিয়ের মঞ্চে নেওয়া হচ্ছে।
-
ভালোবাসার মানুষটিকে বধূ বেশে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি শেন।
-
আলিয়া কাশ্যপের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছে তার সখীরা।
-
নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে অংশ নিয়েছিলেন বলিউডের এক ঝাঁক তারকা।
-
বিয়ের অনুষ্ঠানে অনুরাগ কাশ্যপের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন ওরি।