বিয়ের আসরে অশ্রুসিক্ত কীর্তি
দেড় দশক প্রেমের পর প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বেঁধেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। বিয়ের আসরে কাঁদতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম
-
১২ ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বসেছে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর।
-
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই ভক্ত এবং সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভরে যায় তাদের পোস্ট।
-
আগুনের সামনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনছেন তারা।
-
প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।
-
জানা গেছে, প্রথমে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টোনি। আগামীকাল খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল।
-
বিয়ের পর কীর্তি ও অ্যান্টনি রোমান্টিক ভঙ্গিতে পোজ দেন। এ সময় তাদের সঙ্গে ছিল প্রিয় পোষা কুকুর নাইকে।