সাদামাটা লুকে অপরূপ সাই পল্লবী
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৪
মেকআপ ছাড়া ক্যামেরার সামনে কাজ করার সাহস খুব কম তারকারই আছে। তবে এদিন থেকে একেবারেই আলাদা দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাবলীল অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়। জনপ্রিয় এই অভিনেত্রী মেকআপ দিয়ে কখনো মুখের কোনো দাগ ঢাকেন না। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
অভিনেত্রী মনে করেন, আত্মবিশ্বাসী হওয়াই সবচেয়ে বড় সৌন্দর্য।
-
সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে দুটি শর্ত মেনে চলেন সাই পল্লবী। ছোট ও আঁটসাঁট পোশাক পরতে চান না এবং পর্দায় চুম্বন দৃশ্য করেন না।
-
কী অদ্ভুত মায়াময় চোখের চাহনি তার। হাসিতে যেন মুক্তা ঝরে।
-
লাল শাড়ি সাথে কপালের ছোট্ট লাল টিপে অপরূপ লাগছে তাকে।
-
হাস্যোজ্জ্বল নায়িকা।