নজরকাড়া লুকে আবেদনময়ী রিতিকা
সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘বেট্টাইয়ান’ সিনেমাটি। আর এ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী রিতিকা সিং। সাবলীল অভিনয়ের জন্য প্রশংসা কুড়চ্ছেন লাস্যময়ী এ নায়িকা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
ভারতের মুম্বাইয়ে বেড়ে ওঠা রিতিকা অভিনেত্রীর পাশাপাশি সাবেক মিক্সড মার্শাল আর্টিস্টও। তিনি ভারতের জাতীয় পর্যায়ের কিক-বক্সার এবং কারাটের ব্ল্যাক বেল্ট বিজয়িনী।
-
ক্রীড়াভিত্তিক সিনেমা ‘ইরুধি ছুত্রু’-এ অভিনয়রে মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন রিতিকা।
-
কালো ড্রেস, হালকা মেকআপ আর খোলা চুলে বেশ স্টাইলিশ লাগছে তাকে।
-
স্লিভলেস ব্লাউজের সঙ্গে সিল্কের শাড়িতে অপরূপ লাগছে অভিনেত্রীকে। শাড়ির সঙ্গে ম্যাচিং সোনার গহনা যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
-
শাড়ির সঙ্গে খোলা চুল আর কাজল কালো চোখে বেশ মায়াবী লাগছে নায়িকাকে।
-
এলোমেলো রিতিকা।