নন্দিত সংগীত শিল্পী নচিকেতার জন্মদিন আজ
প্রকাশিত: ১০:৪৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৪৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন আজ। তিনি ১৯৬৪ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।
-
তিনি একাধারে গায়ক, নেপথ্য কণ্ঠশিল্পী, সংগীতকার ও সংগীত পরিচালক। ছবি: ফেসবুক থেকে
-
গুণী এই শিল্পীর পৈতৃক বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়। পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা।
-
১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশ হয়। সেই অ্যালবামেই বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। এরপর আর কখনো তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
-
এ পর্যন্ত তিনি তিন শতাধিক গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন।