সুকণ্ঠী সুশ্রী গায়িকা সুনিধি
ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহানকে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান শুধু ভালো গান পরিবেশন কারণেই নয়, সুশ্রী রূপের জন্যও ভক্তদের হৃদয় জয় করেছেন।
-
সুনিধি এই মহূর্তে উপমহাদেশের অন্যতম ব্যস্ততম সংগীতশিল্পী।
-
সুনিধি চৌহানের জন্ম ১৯৮৩ সালের ১৪ আগস্ট, দিল্লিতে। মাত্র চার বছর বয়স থেকেই তার গান-বাজনার প্রতি ভীষণ ঝোঁক ছিল।
-
শৈশব থেকেই সুনিধি বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুরু করেন।
-
সুনিধি ১৯৯৫ সালে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক ও গায়ক আদেশ শ্রীবাস্তব তার গান খুব পছন্দ হয় এবং তাকে দিয়ে ‘শাস্ত্র’ ছবিতে একটি গান গাওয়ান।