‘হীরামন্ডি’তে অভিনয় করে কত পেলেন তারকারা?
বলিউড পেরিয়ে এবার ওয়েব সিরিজের জগতে পা রাখছেন সঞ্জয় লীলা ভানশালী। ‘হীরামন্ডি’র হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তার যাত্রা শুরু হচ্ছে।
-
পরাধীন ভারতে তিন প্রজন্মের পতিতাদের জীবন-যাপনের কাহিনী নিয়ে ‘হীরামন্ডি’র চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
-
এ সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। মে মাসের প্রথম দিনেই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’র। ছবি: সংগৃহীত
-
বলিপাড়া সূত্রে জানা যায়, ‘হীরামন্ডি’ পরিচালনার জন্য ৬০-৬৫ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। ২০০ কোটি টাকা থেকে সঞ্জয়ের পারিশ্রমিক বাদ দিয়ে যতটুকু বাকি ছিল সেটা দিয়ে প্রযোজনার খরচ এবং তারকাদের পারিশ্রমিক দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
-
‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে দুই কোটি রুটি পারিশ্রমিক পেয়েছেন সোনাক্ষী সিনহা। এই সিরিজের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
‘হীরামন্ডি’র মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বলিপাড়ার অভিনেত্রী মনীষা কৈরালা। এতে অভিনয় করে তিনি ১ কোটি রুপি আয় করেছেন। ছবি: সংগৃহীত
-
১৪ বছরের বিরতি ভেঙে ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের হাত ধরে ‘কামব্যাক’ করছেন বলি অভিনেতা ফারদিন খান। তার পারিশ্রমিক ছিল ৭৫ লাখ রুপি। ছবি: সংগৃহীত
-
‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে সবচেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন শার্মিন সেহগল। ৩৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
‘হীরামন্ডি’তে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার পারিশ্রমিক ছিল ১ কোটি রুপি। ছবি: সংগৃহীত