ওটিটিতে সুচিত্রা সেনের ১৬ সিনেমা
৬ এপ্রিল ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নতুনরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ক্লিকে দেখা যাচ্ছে সুচিত্রার ১৬টি সুপারহিট সিনেমা।
-
কেএলআই ‘ক্লিক’ ওটিটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সুচিত্রার ১৬টি সিনেমা দেখতে পাবেন ইউজাররা। ছবি: সংগৃহীত
-
সেগুলো হলো - ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং ‘ঢুলি’। ছবি: সংগৃহীত
-
১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন সুচিত্রা সেন। তখন অবশ্য তিনি সুচিত্রা হননি। তার নাম ছিল রমা। ছবি: সংগৃহীত
-
এরপর তরু মুখোপাধ্যায়ের ‘অ্যাটম বোমা’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এ সিনেমা ১৯৫১ সালে নির্মিত হলেও মুক্তি পায় ১৯৫৪ সালে। তার আগেই ১৯৫৩ সালে মুক্তি পেয়েছে ‘সাড়ে চুয়াত্তর’। রাতারাতি বাঙালির নয়নের মণি হয়ে উঠলেন সুচিত্রা। ছবি: সংগৃহীত
-
‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাতেই প্রথমবার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন সুচিত্রা। তাদের জুটি হিট হয়। দর্শকদের মুখে তখন একটাই নাম ‘উত্তম-সুচিত্রা’। এরপরের ২০ বছর এ জুটিই রাজত্ব করেছে টলিউডে। ছবি: সংগৃহীত