আলিয়া ভাটের আলোচিত যত ছবি
বলিউডের প্রথম সারির জনপ্রিয় ও সফল অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন ছিল ১৫ মার্চ। দেখতে দেখতে ৩১ বসন্ত পার করেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নিজের দক্ষ অভিনয় দিয়ে জয় করেছে অসংখ্য ভক্তের হৃদয়। হিন্দি সিনেমার পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সিনেমাতেও বেশ দক্ষ তিনি।
-
করণ জোহরের পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আলিয়া। অন্য নবাগতদের মতো নন, বৃত্তের বাইরে গিয়ে নানা চরিত্রে নিজেকে ভেঙেছেন তিনি। আর এতে সফলও হয়েছেন আলিয়া। ছবি: সংগৃহীত
-
জন্মদিনে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ডিনারে দেখা গেছে আলিয়া। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলের বাইরে সোনালি রংয়ের কো-অর্ডসেট ড্রেসের সঙ্গে নীলরঙা জিনসে দেখা গেছে এ নায়িকাকে। ছবি: সংগৃহীত
-
তার সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
-
ইমতিয়াজ আলীর সবচেয়ে অনন্য ও আবেগঘন গল্পগুলোর মধ্যে অন্যতম ‘হাইওয়ে’ সিনেমা। এই ছবিতে আলিয়া ভাট এবং রণদীপ হুদা জুটির রসায়ন নজর কেড়েছে দর্শকদের। সিনেমাতে শিশুদের ছোটবেলার ট্রমা এবং আঘাতকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। আর তা নিপুনভাবে পর্দায় উপস্থাপন করেছেন আলিয়া। ছবি: সংগৃহীত
-
অনেকটা ঝুঁকি নিয়ে অভিষেক চৌবের পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট। এই সিনেমাটির মুক্তির পথে বাধা হয়েছিল সেন্সর বোর্ড। তবে আইনি লড়াইয় শেষে মুক্তি পায় সিনেমাটি। মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে নির্মিত এ সিনেমাটি বেশ জনপ্রিয়তাও পায়। ছবি: সংগৃহীত
-
এরপর বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’তে অভিনয় করেন আলিয়া ভাট। সেই সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নিজের অবস্থান আরও দৃঢ় করেন এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত
-
‘রাজি’ সিনেমায় আলিয়ার অভিনয় ছিল অনবদ্য। সিনেমাটিতে দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং সম্পর্কের জটিল রসায়ন সুনিপুণভাবে উপস্থাপন করেছেন এই গুণী নায়িকা। ছবি: সংগৃহীত
-
আলিয়া ভাটের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমাটি। এই সিনেমায় দারুণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
আলিয়া সম্প্রতি তার প্রযোজিত ‘জিগরা’ সিনেমার শুটিং শেষ করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে ভাসান বালা পরিচালিত সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি: সংগৃহীত