জেনে নিন বলিউড তারকাদের আসল নাম
তারকাদের নাম বদল করা নতুন কিছু নয়। তাদের নাম বদলের ইতিহাস বেশ পুরনো। এসব নাম পরিবর্তনের কারণ একটাই, হয়তো নামটি মোটেও আকর্ষণীয় ছিল না। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই নাম পরিবর্তন করতে হয়েছে সিনেমার পরিচালক বা প্রযোজকের কথা শুনে। একনজরে দেখে নিন যারা নাম পরিবর্তন করে বলিউডে রাজ করছেন।
-
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তবে এটি তার আসল নয়। তার আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। ছবি: সংগৃহীত
-
চল্লিশ থেকে ষাটের দশকের হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ছিলেন মধুবালা। তবে তার আসল নাম ছিল মুমতাজ বেগম জেহান দেহলবি। ছবি: সংগৃহীত
-
বলিউডের প্রয়াত প্রতিভাবান অভিনেতা অশোক কুমারের আসল নাম ছিল কুমুদলাল কাঞ্জিলাল গাঙ্গুলি। ছবি: সংগৃহীত
-
বলিউডের প্রখ্যাত অভিনেতা শাম্মি কাপুরের আসল নাম ছিল শামসের রাজ কাপুর। ছবি: সংগৃহীত
-
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত নায়ক ধর্মেন্দ্রর আসল নাম ধরম সিং দেওল। ছবি: সংগৃহীত
-
ষাটের দশকের জনপ্রিয় অভিনেতা মনোজ কুমার ভারত কুমার নামেও পরিচিত ছিলেন। তবে তার আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। ছবি: সংগৃহীত
-
বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার আসল নাম যতীন খান্না। ছবি: সংগৃহীত
-
বাসকন্ডাকটার থেকে সুপারস্টার হয়েছেন রজনীকান্ত। তবে তার আসল নাম শিবাজি রাও গাইকোয়াড। পরিচালক বালাচন্দর তার নাম দেন রজনীকান্ত। ছবি: সংগৃহীত
-
নব্বই দশক থেকে এখনো পর্যন্ত যার জনপ্রিয়তায় একটুও ভাটা পরেনি তিনি হলেন শিল্পা শেট্টি। তবে কাজের স্বার্থে তিনিও নাম পরিবর্তন করেছেন। তার আসল নাম অশ্বিনী শেট্টি। ছবি: সংগৃহীত
-
বিগ বি’র নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। পরে নাম হয় অমিতাভ শ্রীবাস্তব। তবে পরে পুরো পরিবার বচ্চন পদবীটি গ্রহণ করলে বিগ বি-র নাম বদলে হয় অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
-
সিনে জগতে আসার পর নাম বদলেছেন সাইফ আলি খানও। তার আসল নাম সাজিদ আলি খান পতৌদি। ছবি: সংগৃহীত
-
বলিউডের এভারগ্রিন খ্যাত অভিনেত্রী রেখার সিনেমা জগতে আসার আগে নাম ছিল ভানুরেখা গণেশন। ছবি: সংগৃহীত
-
কিয়ারার আসল নাম হল আলিয়া আদভানি। বলিউডে আলিয়া ভাটের পরিচিতি থাকার কারণে তিনি নিজের নাম বদলে এই নাম রেখেছিলেন। ছবি: সংগৃহীত
-
বলিউডের মিষ্টি অভিনেত্রী প্রীতি জিনতার আসল নাম প্রীতম সিং জিনতা। ছবি: সংগৃহীত
-
বলিউড বাদশা শাহরুখ খানের আসল নাম আবদুল রশিদ খান। ছবি: সংগৃহীত
-
শাহরুখ আর সালমানের মধ্যে দারুণ এক মিল আছে। সালমান খানের আসল নামও আবদুল রশিদ। কিন্তু সেই সঙ্গে বাবার নামটাও যুক্ত ছিল। সালমানের পুরো নাম আবদুল রশিদ সেলিম (সালমান খান)। ডাক নামেই দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন ভাইজান। ছবি: সংগৃহীত
-
বলিউডের চকলেট বয় খ্যাত আমির খানের আসল নাম মুহাম্মদ আমির হোসেন খান। বড় নামকে ছোট করেছেন তিনি নিজেই। পরিচিত হয়েছেন আমির খান নামে। ছবি: সংগৃহীত
-
হৃতিকের ঠাকুরদা রোশন লাল নাগরথ একজন মিউজিক ডিরেক্টর ছিলেন। তার মৃত্যুর পর রাকেশ রোশন বাবার নামেই ছেলের নাম রেখেছে। পরে সেই নাম পরিবর্তন করে রাখা হয় হৃতিক রোশন। ছবি: সংগৃহীত
-
রণবীর সিং ভাবনানি নামটি বড় হওয়ায় পদবী বাদ দিয়েছেন এই অভিনেতা। পরিচিত হয়েছেন রণবীর সিং নামে। ছবি: সংগৃহীত
-
বিদেশে জন্ম হওয়া ক্যাটরিনার নাম ছিল ক্যাট তুরকোট। কিন্তু যখন তিনি ভারতে আসার সিদ্ধান্ত নিলেন, নাম বদলে রাখলেন ক্যাটরিনা কাইফ। এই নামেই সুন্দরী এখন দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। ছবি: সংগৃহীত
-
বলিউড অভিনেত্রী সানি লিওনের আসল নাম ছিল করেণজিৎ কউর ভোহরা। ছবি: সংগৃহীত
-
বলিউডের জনপ্রিয় অভিনেতা আক্কি অর্থাৎ অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। ছবি: সংগৃহীত
-
অজয় দেবগণের আসল নাম বিশাল দেবগণ। ছবি: সংগৃহীত