হাস্যোজ্জ্বল কাজল
বলিউডের সফল অভিনেত্রী কাজল দেবগন। বয়স অর্ধশতের কাছাকাছি হলেও তার হাসিতে এখনো যেন মুক্তা ঝরে। তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়নি এমন মানুষ খোঁজা পাওয়া ভার।
-
কাজলের জন্ম মুম্বাইয়ে। তার মা ছিলেন অভিনেত্রী তনুজা মুখার্জি ও বাবা পরিচালক সোমু মুখার্জি। ছবি: সংগৃহীত
-
পরিবার সিনেমার সঙ্গে যুক্ত থাকায় খুব ছোটবেলা থেকেই তিনি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে যান। শুরুটা হয়েছিল ১৯৯২ সালে, ‘বেখুদি’ দিয়ে। ছবি: সংগৃহীত
-
১৯৯৩ সালে শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ ছবিতে কাজ করেন তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ ছবি হিট করলে কাজলের গায়ে সেঁটে যায় ‘আ লিস্টার’ হিরোইনের তকমা। তারপর তো ‘গুপ্ত’, ‘ইশক’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘রাজু চাচা’, ‘কাল হো না হো’র মতো তাঁর একাধিক ছবি হিট করে। ছবি: সংগৃহীত
-
এমনকি কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। ২০১১ সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। ছবি: সংগৃহীত
-
তিনি তার অভিনয় জীবনে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। শুধু কর্মজীবনে নয় ব্যক্তি জীবনেও সফল এ অভিনেত্রী। ছবি: সংগৃহীত
-
১৯৯৪ সালে গুন্ডারাজ সিনেমার কাজের সময় কাজল ও অজয় দেবগনের প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত
-
১৯৯৯ সালে অজয় দেবগনকে বিয়ে করেন এ অভিনেত্রী। বলিউডের সফল দম্পতি হিসেবে পরিচিত এই জুটি। ছবি: সংগৃহীত
-
তাদের সংসারে রয়েছে নাইসা ও যুগ নামের দুই সন্তান রয়েছে। ছবি: সংগৃহীত
-
২০০৩ সালের ২০ এপ্রিল কাজল-অজয়ের একমাত্র মেয়ে নাইসার জন্ম। সাত বছর পর ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর তার দ্বিতীয় সন্তান যুগের জন্ম হয়। ছবি: সংগৃহীত
-
অভিনয়ের পাশাপাশি একাধিক এনজিওর সঙ্গে কাজ করেন কাজল। বহুদিন ধরে যুক্ত আছেন দুস্থ বাচ্চাদের শিক্ষা এনজিওর সঙ্গে। একই সঙ্গে প্রথম ও লুম্বা ট্রাস্টেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। জাতিসংঘ কাজলকে তার সামাজিক কাজের জন্য করমবীর পুষ্কর পুরস্কারে ভূষিত করেছে। ছবি: সংগৃহীত
-
কাজলের রয়েছে সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা। তিনি কবিতা লিখতে এবং বৈজ্ঞানিক কল্পকাহিনি পড়তে ভালোবাসেন। পছন্দের তালিকায় রয়েছে ভৌতিক উপন্যাসও। ছবি: সংগৃহীত
-
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এ অভিনেত্রী। তার জীবনের ভালো খারাপ সব কিছু নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। ছবি: সংগৃহীত