আলোচনার কেন্দ্রে রণবীরের ‘অ্যানিমেল’
হিন্দি ভাষায় নির্মিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অ্যানিমেল’। এটি রচনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রাশমিকা মন্দানা ও তৃপ্তি দিমরি।
-
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলারে ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমাটি মুুক্তির পর থেকেই রয়েছে আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ৫০০ কোটির ক্লাব ছুঁইছুঁই করছে সিনেমাটি। ছবি: সংগৃহীত
-
উগ্র পৌরুষের প্রদর্শন, নারী বিদ্বেষী এ সিনেমাটির আয় দুই সপ্তাহে স্থানীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে। শুধু তাই নয়, বিশ্ববাজারে এর আয় ২৫০ কোটি রুপিরও বেশি। ছবি: সংগৃহীত
-
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ বৃহস্পতিবার স্থানীয় বাজারে আয় করেছে পাঁচ কোটি ৮০ লাখ রুপি। এর সুবাদে ১৪ দিনে মোট আয় দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৮৯ লাখ রুপি। ছবি: সংগৃহীত
-
মাত্র ১০ দিনেই ভারতে ৪০০ কোটি রুপির গণ্ডি পার করেছে ‘অ্যানিমেল’। এরপর থেকে একটু একটু করে ছবিটির আয় কমলেও পাঠান, গাদার টু, জওয়ানের পর ৫০০ কোটি ক্লাবে নাম লেখাতে চলেছে ‘অ্যানিমেল’। ছবি: সংগৃহীত
-
বাবা-ছেলের জটিল সম্পর্কের আবর্তে তৈরি এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এছাড়া এ ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা। তবে ১০ মিনিটের উষ্ণ উপস্থিতিতেই তাকে ছাড়িয়ে গেছেন তৃপ্তি দিমরি। অন্যদিকে ১৫ মিনিটের ক্যামিওতে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেলেন ববি দেওল। ছবি: সংগৃহীত
-
রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা ‘অ্যানিমেল’। এর আগে তার ‘সঞ্জু’ সব মিলিয়ে আয় করেছিল ৫৯০ কোটি রুপি। তবে আন্তর্জাতিক বাজার মিলিয়ে নতুন ছবিটি প্রায় ৮০০ কোটি রুপির মতো আয় করেছে। একই সঙ্গে ‘গাদার টু’র রেকর্ড ভেঙে দেশীয় বক্স অফিসের সবচেয়ে হিট হিন্দি ছবির তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ‘অ্যানিমেল’। ছবি: সংগৃহীত