গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দিয়েছেন যেসব বলিউড তারকা
ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারা বিয়ের চার মাসের মধ্যেই সারোগেসি বা গর্ভ ভাড়া নিয়ে মা হয়েছেন। এ নিয়ে এখন ভক্তদের মাঝে তুমুল আলোচনা চলছে। এবার জেনে নিন সারোগেসির সাহায্যে সন্তানর জন্ম দিয়েছেন যেসব বলিউড তারকা।
-
বিয়ের চার মাসের মধ্যেই মা হয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। শিগগিরই এ সুখবর দিয়েছেন স্বামী, পরিচালক ভিগনেশ শিবান। যমজ পুত্রসন্তানের অভিভাবক তারা। ছবি: সংগৃহীত
-
কিন্তু তাদের এই সুখবরে চমকে উঠেছিলেন অনেকে। প্রশ্ন উঠছিল নয়নতারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যায়নি, মা হলেন কীভাবে? রহস্যের সমাধান হলো তারপরেই। জানা গেল, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তারা। ছবি: সংগৃহীত
-
একাধিক বলিউড দম্পতি সারোগেট মায়ের সাহায্য নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। জানুয়ারি মাসে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম দেন সারোগেট মা। ছবি: সংগৃহীত
-
সময়ের আগেই তাদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে তার চিকিৎসা করানো হয়। তবে এখন তাদের সন্তান নিজের বাড়িতেই আছে, সুস্থ আছে। ছবি: সংগৃহীত
-
২০১৩ সালে শাহরুখ খান এবং গৌরী খান সারোগেসির মাধ্যমেই আব্রামকে নিজেদের পরিবারে নিয়ে আসেন। আরিয়ান খান, সুহানা খানের পর তৃতীয় সন্তানের অভিভাবক তারা। ছবি: সংগৃহীত
-
রুহি আর যশ। নিজের বৃদ্ধা মা এবং তার একার জীবনে দুই শিশুকে নিয়ে এসেছেন করণ জোহর। সেই সারোগেসির মাধ্যমে এখন তিনি এবং তার মা মিলে যমজ সন্তানের লালন পালন করেন। ছবি: সংগৃহীত
-
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের একমাত্র সন্তান আজাদ রাও খান। এই বলিউড নায়কের তৃতীয় সন্তানের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। ছবি: সংগৃহীত
-
প্রথম সন্তান নিশাকে দত্তক নেওয়ার পর সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার সারোগেসির সাহায্যে যমজ পুত্রসন্তানের জন্ম দেন। নাম রেখেছেন অ্যাশর এবং নোয়া। ছবি: সংগৃহীত
-
অনেকবার গর্ভপাত হওয়ার ফলে ২০২০ সালে সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান শমিশার জন্ম দেন শিল্পা শেঠি কুন্দ্রা। তার আগে রাজ কুন্দ্রা এবং শিল্পার এক ছেলে হয়। ছেলের নাম ভিয়ান। ছবি: সংগৃহীত
-
প্রীতি জিনতা এবং জিনি গুডএনাফ সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম জয় জিনতা গুডএনাফ, মেয়ের নাম জিয়া জিনতা গুডএনাফ। ছবি: সংগৃহীত
-
বিয়েতে আপত্তি ছিল একতা কাপুরের কিন্তু মাতৃত্বে নয়। তাই সারোগেসির সাহায্যে ছেলে রবির জন্ম দেন প্রযোজক। ছবি: সংগৃহীত
-
একতার দাদা তুষারও বিয়ে করতে চাননি। সিঙ্গেল ফাদার হিসেবে বড় করে তুলছেন লক্ষ্য কাপুরকে। সারোগেসি এবং আইভিএফ-এর সাহায্যে বাবা হয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
সীমা খান এবং সোহেল খানের দ্বিতীয় ছেলে যোহানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমেই। ছবি: সংগৃহীত