সন্তানের সঙ্গে অভিনয় করেছেন যেসব বলিউড তারকা
বলিউড তারকাদের অনেকেই সন্তানদের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় করে কেউ কেউ বেশ আলোচনায়ও এসেছেন। জেনে নিন যেসব বলিউড তারকা সন্তানদের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
-
বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি প্রায় ২০০টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ-পুত্র অভিষেকও কোনো অংশে কম যাননি। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ছবি: সংগৃহীত
-
বাবা-ছেলের এই জুটিকে একটি নয়, একসঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘কাভি অলবিদা না কহে না’, ‘পা’, ‘বান্টি ওউর বাবলি’, ‘ঝুম বরাবর ঝুম’সহ বিভিন্ন ছবিতে অমিতাভ-অভিষেকের অভিনয় দর্শকের মন কেড়েছে।ছবি: সংগৃহীত
-
চলতি বছরে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘শমসেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবি দুটি। দীর্ঘ বিরতির পর আবার বলিউডে ফিরে পরপর দুটি ছবিতে কাজ করেছেন রণবীর। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও রণবীর তার বাবার সঙ্গে একটি মাত্র ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে অভিনব কাশ্যপ পরিচালিত ‘বেশরম’ ছবিতে ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিতেও তাদের বাবা-ছেলের ভূমিকাতেই দেখা গিয়েছে। ছবি: সংগৃহীত
-
রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক হয়েছিল সোনম কাপুরের সঙ্গে। ‘সাওয়ারিয়া’ ছবিতেই প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলেন অনিল-কন্যা। ছবি: সংগৃহীত
-
এরপর অনিল কাপুরের প্রযোজনায় বহু ছবিতে সোনম কাজ করলেও অনিল সবসময় ছিলেন ক্যামেরার পিছনেই। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতেই বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনিল এবং সোনমকে। ছবি: সংগৃহীত
-
‘হি-ম্যান অফ বলিউড’ ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিতে ছয় দশক ধরে কাজ করছেন। মোট ৩০০টির বেশি ছবিতে অভিনয় করলেও দুই পুত্রের সঙ্গে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন। ছবি: সংগৃহীত
-
সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে ধর্মেন্দ্রকে ‘আপনে’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজের ছবিতেই শুধুমাত্র অভিনয় করতে দেখা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘আপনে’ ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্রর সঙ্গে তার দুই পুত্রকে। ছবি: সংগৃহীত
-
বলিউডের ‘কিং খান’ শাহরুখ বলিপাড়া কাঁপিয়ে রেখেছেন দীর্ঘ ত্রিশ বছর ধরে। শাহরুখ-পুত্র আরিয়ান এখন পর্যন্ত কোনো ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেননি। ‘দ্য লায়ন কিং’ এবং ‘দ্য ইনক্রেডিবলস’ নামের দুটি হলিউড অ্যানিমেশন ছবিতে কণ্ঠদান (ভয়েস-ওভার) করেছেন। ছবি: সংগৃহীত
-
কিন্তু বড় পর্দার সঙ্গে আরিয়ানের পরিচয় ঘটেছে বহু বছর আগেই। ২০০১ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন আরিয়ানও। ছবি: সংগৃহীত
-
যদিও শাহরুখ এবং আরিয়ান একই ফ্রেমে অভিনয় করেননি। ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান। শিশু অভিনেতা হিসেবে এই ছবিতেই প্রথম অভিনয় শাহরুখ-পুত্রের। আর কোনো ছবিতে অভিনয় করেননি আরিয়ান। ছবি: সংগৃহীত