পূজার আনন্দে মেতেছেন নুসরাত
পূজার আনন্দে মেতেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তবে তিনি পূজায় গিয়ে বেশ সমালোচনারও শিকার হয়েছেন।
-
পূজার অনুষ্ঠানে গিয়ে নুসরাত সহজেই মিশে গেলেন মানুষের সঙ্গে। প্রসাদ খেলেন, ভক্তিভরে প্রণাম করলেন মা দুর্গাকে। হাতে তুলেও নিলেন ঢাকের কাঠি। ছবি: সংগৃহীত
-
পূজার শুরুতেই বসিরহাটে নুসরাত জাহান। সপ্তমীর দিন নিজের সংসদীয় এলাকায় গেলেন বসিরহাটের জনপ্রতিনিধি। ছবি: সংগৃহীত
-
ছাইরঙা সালোয়ার কামিজের সাজের মধ্যে ঝলমল করে উঠছে নুসরাতের সিঁথি ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন নায়িকা। ছবি: সংগৃহীত
-
কিন্তু জনপ্রতিনিধি হওয়া বড় দায়। নায়িকা হওয়াও। সোশ্যাল মিডিয়ায় নুসরাতের এই ছবির কমেন্টবক্স ভরেছে বিরূপ মন্তব্যে। মুসলমান হয়ে তার সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করেন অনেকেই। ছবি: সংগৃহীত
-
নেটিজেনরা অনেকেই লিখেছেন, ‘যিনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, তিনি অন্যদের ধর্মকে কি করে সম্মান করবেন!’ ছবি: সংগৃহীত
-
হাসি-খুশি নুসরাত। ছবি: সংগৃহীত
-
প্রতি উৎসবেই সমান খুশিতে গা ভাসান নুসরাত। এর আগে কালীপূজায় নুসরাত পৌঁছে গিয়েছিলেন বসিরহাটে। সেখানে গিয়ে ভোগ রান্নাতেও হাত লাগান তিনি। ছবি: সংগৃহীত
-
কিছুদিন আগে নুসরাতকে ঘিয়ে অভিযোগ ছিল, তিনি নাকি বসিরহাট অঞ্চলে আসছেনই না। কিন্তু সেই অভিযোগ মুছে গিয়েছে। বারে বারেই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বসিরহাটের মানুষদের পাশে থেকেছেন নুসরাত। ছবি: সংগৃহীত
-
প্রণাম করছেন নুসরাত। ছবি: সংগৃহীত
-
ফটোসেশনে নুসরাত।
-
সোশ্যাল মিডিয়ার কটাক্ষ, রক্তচক্ষু পেরিয়েও বসিরহাটের মানুষদের হাত ধরেই পূজা শুরু করলেন নুসরাত। ছবি: সংগৃহীত