যা নিয়ে ব্যস্ত আছেন ঋতাভরী
পূজা এলেই বিভিন্ন ধরনের পরিকল্পনা করেন ভারতীয় অভিনত্রেী ঋতাভরী। নিজেকে সাজিয়ে তোলেন নতুন করে। এবার পূজায় জেনে নিন ঋতাভরীর নতুন পরিকল্পনা।
-
যেকোনো পোশাকের সাজেই সবার নজরকাড়েন ঋতাভরী। এবার পূজায়ও তিনি নতুন স্টাইলে হাজির হচ্ছেন-এমনটাই জানা গেল। ছবি: সংগৃহীত
-
তার পূজার ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে তৃতীয়া থেকেই। কলকাতার বিভিন্ন জায়গায় পূজা উদ্বোধনে তাকে দেখতে চান ভক্তরা। তাই নায়িকাকে পূজার প্রথম দিকটা ছুটে বেড়াতে হবে কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ছবি: সংগৃহীত
-
বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি থেকে শুরু করে পূজায় পরিবারের সঙ্গে সময় কাটানো এসব একা হাতে সামলাতে সত্যিই বহুমুখী কাজের পারদর্শী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি তিনি পূজা পরিকল্পনার কথা ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। ছবি: সংগৃহীত
-
কোনো উৎসবই স্কুলের ছোটদের ছাড়া কাটে না ঋতাভরীর। অভিনেত্রী বলছেন, ‘চতুর্থীর দিনটা আমার স্কুলের ছোটদের সঙ্গে কাটাব।’ ছবি: সংগৃহীত
-
ঋতাভরী বলছেন, ‘ওদের জন্য নতুন জামা কিনেছি, সঙ্গে ছোট ছোট সাজগোজের জিনিস। পূজার আগেই ওগুলো ওদের হাতে তুলে দেব, সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছেই। ওদের জামা থেকে সমস্ত জিনিস নিজের হাতে কিনেছি আমি।’ ছবি: সংগৃহীত
-
তৃতীয়া থেকে বিভিন্ন জায়গায় পূজা উদ্বোধনে যেতে হবে, কিন্তু তার মধ্যেও সপ্তমীতে পরিবারের সবার সঙ্গে রাতের খাওয়া সারবেন ঋতাভরী। ছবি: সংগৃহীত
-
নায়িকা বলছেন, ‘আমি পূজার সময় রান্না করতে ভীষণ ভালোবাসি। তবে এইবছর এত ব্যস্ততা, মনে হয় না সময় পাবো। আর খাওয়া আয়োজনের ব্যাপারে আমি ভীষণ খুঁতখুুঁতে। তাই এইবছর ঠিক করেছি বাইরেই খাওয়া-দাওয়া সারবো।’ ছবি: সংগৃহীত
-
এইবছর দমদম দক্ষিণপাড়ার পূজার প্রিয় মুখ হবে ঋতাভরী। অভিনেত্রী জানালেন, এই বছর সেখানে সন্ধিপূজায় উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত প্রায় ১০ হাজার মানুষের সঙ্গে সন্ধিপূজা করবেন তিনি। নবমীকে একটি বিপণী সংস্থার পারিবারিক পূজায় হাজির থাকবেন ঋতাভরী। ছবি: সংগৃহীত
-
পূজা মানেই কেনাকাটা। ঋতাভরী বলছেন, ‘আমি শপিং করতে ভীষণ ভালোবাসি। কোনো পোশাক ভালো লাগলে একই ডিজাইনের পোশাক বিভিন্ন রঙের কিনে ফেলি। এখনো পূজায় সবাইকে উপহার দেওয়া শেষ করতে পারিনি। আমি বেশিরভাগ শপিং অনলাইনে সারলেও মা, দিদা, পাপা সবার পোশাক কিনতে হবে অফলাইনেই। দোকান থেকে পোশাক কেনা না হলে ওদের ঠিক মন ভরে না।’ ছবি: সংগৃহীত
-
এবার পূজায় কেমন সাজ হবে জানতে চাইলে ঋতাভরী বললেন, ‘আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসি। তবে পূজার সময় দূরে কোথাও যেতে হলে আনারকলি সালোয়ার কামিজ আমার প্রথম পছন্দ। হাঁটাচলা বেশি হয় বলে পূজার সময় হিল পরি না কখনো। ফ্ল্যাট জুতোই আমার প্রথম পছন্দ। আর সমস্ত পোশাক অবশ্যই সুতির হতে হবে। পূজার সমস্ত সাজেই জরুরি হলো আরাম। গরম আর ঘোরাঘুরিকে মাথায় রেখে সবসময় আরামদায়ক পোশাক বাছি আমি।’ ছবি: সংগৃহীত
-
পূজায় যতই কেনাকাটা হোক, বিশেষ মানুষের থেকে উপহার সবসময়েই বিশেষ। এইবছর পূজায় তথাগতর (চট্টোপাধ্যায়) থেকে কী উপহার পেলেন ঋতাভরী? লাজুক হেসে নায়িকার উত্তর, ‘একটা সবুজ রঙের ডিজাইনার শাড়ি দিয়েছে তথাগত। তবে পূজায় কবে সেটা পরব এখনো ঠিক করিনি।’ ছবি: সংগৃহীত