কী করছেন ‘মধু হই হই’ গানের জাহিদ?
কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ হোসেনের কথা মনে আছে? ‘মধু হই হই বিষ হাওয়াইলা’ গান গেয়ে জাহিদ তুমুল আলোচনায় এসেছিলো।
-
জাহিদ এখন বেশ বড় হয়ে গেছে। ছবি: সংগৃহীত
-
ভাইরাল হওয়ার সময়ের জাহিদ। ছবি: ফেসবুক
-
জাহিদের ফেলে আসা স্মৃতি। ছবি: ফেসবুক
-
লেখাপড়া গান দুটোই সমানতালে চলছে জাহিদের। ছবি: ফেসবুক
-
এখনও নিয়মিত গান গাইছেন জাহিদ। ঢাকায় এসে নিয়মিত গান নতুন নতুন রেকডিং করছে জাহিদ। ছবি: ফেসবুক
-
‘আনন্দনগর’ নামের একটি গানের দলের তরুণ সংগঠক ও সদস্য ইমরান হোসেন গিয়েছিলেন কক্সবাজারে সমুদ্রসৈকতে বেড়াতে। সেখানে তিনি শিশুশিল্পী জাহিদের দেখা পান। ছবি: ফেসবুক
-
সৈকতে পর্যটকদের কাছে গিয়ে গান শোনায় শিশু জাহিদ। বিনিময়ে দু’চার টাকা যে যা দেন তাই সে নেয় এবং তা দিয়ে সংসারে সহযোগিতা করে। ছবি: ফেসবুক
-
সেই জাহিদ সৈকতে ইমরান হোসেনের কাছে এসে গান শোনাতে চাইলে ইমরান তাকে গান ধরতে বলেন। জাহিদ গান ধরে- মধু হই হই বিষ হাওয়াইলা। ইমরান নিজের ছোট গিটারের মতো বাদ্যযন্ত্র ইউকেলেল দিয়ে সেই গানের সঙ্গে সুর তোলেন। ছবি: ফেসবুক
-
জাহিদের কণ্ঠের গান ভিডিও রেকর্ড করা হয়। পরে ইমরান ২০ মিনিটের একটি ভিডিও ইউটিউবে দিয়ে দেন। এক পর্যায়ে তা ভাইরাল হয়ে যায় এবং এর শেয়ার কোটি ছাড়িয়ে যায়। ছবি: ফেসবুক
-
জাহিদ উঠে আসে সৈকত থেকে বিজ্ঞাপন চিত্রে এবং শেষ পর্যন্ত ঢাকায় আর্মি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালের মঞ্চে। ছবি: ফেসবুক