নতুন যাত্রাপালা বিদ্রোহী বুড়িগঙ্গা
মঞ্চে নতুন নাটক বিদ্রোহী বুড়িগঙ্গা নাটকের ছবি নিয়ে এই অ্যালবাম।
-
আমিনুর রহমান সুলতানের লেখা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’ শীর্ষক একটি যাত্রাপালার গতকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
‘বিদ্রোহী বুড়িগঙ্গা’ যাত্রাপালার উদ্বোধনী মঞ্চায়নে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ছবি : মাহবুব আলম।
-
‘বিদ্রোহী বুড়িগঙ্গা’ নতুন এ পালার নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে। ছবি : মাহবুব আলম।
-
যাত্রাদল দেশ অপেরা প্রযোজিত এ পালা মঞ্চায়নে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী। ছবি : মাহবুব আলম।
-
নদীর বাঁকে বাঁকে রাজধানী ঢাকার বেড়ে ওঠা এবং নবাব সিরাজউদ্দৌলার আমলে অনেকের নদীপথে যাতায়াতকে নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’। ছবি : মাহবুব আলম।
-
যাত্রাপালাটিতে নির্দেশক নিজে ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এম আলীম, মো. রফিক, মঞ্জুরুল আলম, এম সিরাজ, শাহ্ মোহাম্মদ আলী, অলিউল্লাহ অলি, সুদর্শন চক্রবর্তী, রফিকুল ইসলাম প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
এ যাত্রাপালায় শংকর সরকারের সংগীত পরিচালনায় বাদ্যযন্ত্রে রয়েছেন গোকুল ঘোষ, পার্থ ভজন, গুরুদাস ও খালেক এবং রূপসজ্জায় থাকছেন নয়ন শেখ। ছবি : মাহবুব আলম।