নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। গত শুক্রবার (২৮ জানুয়ারি) ছিল শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের।
-
তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। চলছে তাদের আন্দোলন। ছবি: রিফাত কবির
-
আজ সকাল ১০টায় এফডিসির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন ১৭ সংগঠনের নেতারা। এসময় এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের কুশপুতুল দাহ করা হয়। ছবি: রিফাত কবির
-
কুশপুতুল দাহ করা হচ্ছে। ছবি: রিফাত কবির
-
এসময় দেখা যায় এমডির কুশপুতুলের গায়ে কালো শাড়ি ও গলায় ঝুলছিল জুতার মালা। এসময় এফডিসির এমডি কর্মস্থলে উপস্থিত ছিলেন। তিনি আজ সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। ছবি: রিফাত কবির
-
সেখানে পরিচালক সমিতির মহাসচিব বলেন, ‘এই এমডি চলচ্চিত্রবান্ধব নয়। তিনি আমাদের চলচ্চিত্রের সবাইকে অপমান করেছেন। বারবার তার কাছে নানা ইস্যু নিয়ে গেলে তিনি বাজে ব্যবহার করে ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাদের কোনো কথাই কোনোদিন শুনেননি। আমরা এমন এমডি চাই না।’ ছবি: রিফাত কবির
-
পরিচালক নেতা এস এ হক অলিক বলেন, ‘আমরা এমন এমডি দিয়ে কী করবো? তিনি কতগুলো যন্ত্রপাতি এনে ফেলে রেখেছেন। তার একটা লোকও আমাদের কাজে আসে না। তিনি চলচ্চিত্রের মানুষদের অপমান করেছেন একটা নির্বাচনকে কেন্দ্র করে। তার উদ্দেশ্যটা কী আমরা জানতে চাই।’ ছবি: রিফাত কবির
-
পরিচালক নেতা বদিউল আলম খোকন বলেন, ‘প্রযোজকরা টাকা লগ্নি করে বলে আমরা পরিচালকরা সিনেমা বানাই। আর পরিচালকরা সিনেমা বানাই বলেই এফডিসি সচল থাকে। আপনি বেতন পান। আর সেই প্রযোজক-পরিচালকদের আপনি অপমান করেছেন। গেটের বাইরে সারাদিন বসিয়ে রেখেছেন। ছবি: রিফাত কবির