ভাইরাল ইরার এগিয়ে চলা
মাবাশ্বিরা কামাল ইরা। ব্যালে নৃত্য দিয়ে দেশ-বিদেশে সবার মন জয় করে নিয়েছেন। তার প্রশংসা এখন সবার মুখে মুখে।
-
কয়েকদিন ধরে ইরার ব্যালে নৃত্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
-
ইরা নওগাঁ সরকারি কলেজে কলেজে পড়াশোনা করছেন। তার পরিচয় এখন ‘ব্যালে বালিকা’।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরসহ বিভিন্ন স্থানে তার ব্যালে নৃত্যকলায় দেশের শিল্প-সংস্কৃতিপ্রেমীর মুগ্ধ।
-
ইরার নৃত্য দেখে কেউ তাকে দিচ্ছেন ‘উচ্ছল মুক্ত বিহঙ্গ’ উপাধি। কেউ বলছেন ‘বাংলার উড়ন্ত মানবী’। কারও মতে ‘আগুন ডানার পাখি’। কেউবা তার নৃত্যের প্রকাশকে বলছেন ‘নারীমুক্তির অভিব্যক্তি’ হিসেবে।
-
এই ব্যালে নৃত্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর ইরা যেমন ভাসছেন প্রশংসার জোয়ারে, তেমনি সামলাতে হচ্ছে গণমাধ্যমকেও।
-
আবু হায়াৎ মোহাম্মদ কামাল ও ফাহমিদা আক্তার দম্পতির চার মেয়ের মধ্যে মোবাশ্বিরা কামাল ইরা তৃতীয়। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। নওগাঁ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে বাণিজ্য শাখায় পড়ছেন ইরা।
-
শৈশব থেকেই ইরা ছিলেন অদম্য মেধাবী ও চঞ্চল প্রকৃতির। বেড়ে ওঠা নওগাঁ শহরেই। বরাবরই নাচ করতে ভালোবাসেন।
-
ইরা শৈশবে শিক্ষক সুলতান মাহমুদের কাছে নাচ শিখেছেন। পরে ঢাকায় ভরতনাট্যম শেখেন। তবে ব্যালে নৃত্যের ভাবনা মনে আসে ২০২০ সালের লকডাউনের সময়।
-
ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ইরা শিখতে শুরু করেন ব্যালে। এজন্য তিনি কঠোর পরিশ্রম করেন। ২০২১ সালে সাধনা নামে একটি নাচের সংগঠনের সঙ্গে কাজ শুরু করেন ইরা। নৃত্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান ইরা।