হালে পানি পায়নি ‘কেলোর কীর্তি’ ঠেকানোর আন্দোলন
জমলো না ‘কেলোর কীর্তি’ ঠেকানোর আন্দোলন এ নিয়ে অ্যালবাম।
-
কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’ বাংলাদেশের কয়েকটি হলে শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির প্রতিবাদে শুক্রবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে নামে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। ছবি : মাহবুব আলম।
-
চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে মুক্তির প্রতিবাদ জানিয়ে আন্দোলন করলেও তাদের এ আন্দোলনে হালে পানি পায়নি। ছবি : মাহবুব আলম।
-
কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’ মুক্তির প্রতিবাদের মানব বন্ধনে ছিল পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অ্যাকশন গ্রুপ ও সিডাবের নেতাকর্মীরা। ছবি : মাহবুব আলম।
-
তবে মানব বন্ধনে পরিচালক সমিতি ও অন্যান্য সংগঠনের কয়েকজন প্রবীণ সদস্য উপস্থিত থাকলেও তারকা শিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের মাঠে দেখা যায়নি। যার ফলে জমেনি আন্দোলন, থামছে না কেলোর কীর্তির প্রদর্শনীও। ছবি : মাহবুব আলম।
-
আন্দোলন নিয়ে ওমর সানি বলেন, ‘সবার একাত্মতা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। আজকের এই মানব বন্ধনে আরো অনেক শিল্পীর উপস্থিতি কাম্য ছিল। কিন্তু তারা আসেননি।’ ছবি : মাহবুব আলম।