হাবিব-নাতালিয়ার মিষ্টি প্রেমের গল্প
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অধিকাংশই এখন হাবিব-নাতালিয়ার সম্পর্কে কম-বেশি জানেন ও তাদের চেনেন। পূর্ব ইউরোপের দেশ বেলারুশের মেয়ে নাতালিয়া নাতাশা। তিনি বাংলাদেশের হাবিবুর রহমানের সঙ্গে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জেনে নিন তাদের মিষ্টি প্রেমের গল্প।
-
হাবিব-নাতালিয়া বিয়ে করেছেন ২০১৭ সালে। তবে গত ২০ ডিসেম্বর এই দম্পতি বাংলাদেশে এসেছেন। পরদিনই রাজধানীর মিরপুরের বাসার ছাদে গায়ে হলুদ করেন। আর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৩ ডিসেম্বর। যেখানে ছিল বাঙালিয়ানার ছাপ। ছবি: সংগৃহীত
-
হাবিব আরও জানান, ৭ জানুয়ারি তারা জার্মানি ফিরে যাবেন। তার আগে যাবেন স্মৃতিসৌধ ও শহীদ মিনারে। ঘুরবেন পর্যটনের নগরী কক্সবাজার ও চা বাগান এলাকা। যাবেন গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ। ছবি: জাগো নিউজ
-
হাবিবুর রহমান পেশায় একজন প্রকৌশলী। আর বেলারুশের রাজধানী মিনস্কের কাছাকাছি শহর বাবরুস্কের মেয়ে নাতালিয়া পেশায় ফার্মাসিস্ট। ছবি: জাগো নিউজ
-
হাবিব ২০১২ সালে জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যান। সেখানে বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে ‘স্টুডেন্ট জব’ করতে গিয়ে পরিচয় নাতালিয়ার সঙ্গে। অল্প সময়ই তা রূপ নেয় প্রেমে। ২০১৭ সালে ধর্মীয়ভাবে বিয়ের পর আবার ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর জার্মানির নিয়মনীতি মেনে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। ছবি: জাগো নিউজ
-
হাবিব এখন জার্মানির একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। নাতালিয়া কাজ করছেন ফার্মাসিস্ট হিসেবে। তারা থাকছেন জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যের কেমনিজ শহরে। ছবি: জাগো নিউজ
-
বিয়ের এত বছর পর অনুষ্ঠান করার কারণ হিসেবে হাবিবুর বলেন, করোনাভাইরাস মহামারিসহ নানা কারণে বাংলাদেশে আসতে পারিনি। এখন পরিস্থিতি কিছুটা অনুকূলে বলে স্ত্রী-সন্তানকে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এতসব আয়োজন। ছবি: জাগো নিউজ
-
২০২০ সালের অক্টোবরের শেষে শখের বশেই ‘নাতালিয়া অ্যান্ড হাবিব-দ্য মিক্স ম্যাচ ফ্যামিলি’ নামে ইউটিউব চ্যানেল ও ‘নাতালিয়া অ্যান্ড হাবি’ নামে ফেসবুক পেজ খোলেন তারা। নিত্যদিনের কাজ ছাড়াও বিভিন্ন সামাজিক বার্তামূলক ভিডিও তৈরি করে সেখানে পোস্ট করতে থাকেন। ধীরে ধীরে তাদের অনুসারী বাড়তে থাকে। ছবি: জাগো নিউজ
-
এখন এ দুজনের ‘নাতালিয়া অ্যান্ড হাবিব’ ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় ২৮ লাখ। আর ইউটিউবে ‘নাতালিয়া অ্যান্ড হাবিব-দ্য মিক্স ম্যাচ ফ্যামিলি’ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫ লাখ। তাদের নিত্যদিনের খুনসুটির পাশাপাশি সামাজিক সচেতনতামূলক সব ভিডিও এই পেজ ও চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে লাখ লাখ মানুষের কাছে। হাবিব-নাতালিয়ার সংসারে নাদিয়া নামের এক কন্যা সন্তান রয়েছে। ছবি: সংগৃহীত