অলরাউন্ডার সাবা
সাবরিনা সাবা ২০১০ সালের ‘মার্কস অলরাউন্ডা’র প্রতিযোগিতার তৃতীয় রানারআপ হয়েছিলেন। এ কারণে তাকে সবাই অলরাউন্ডার সাবা বলে থাকেন। দেখুন সাবার কিছু নজরকাড়া ছবি।
-
সাবা নাচ, গান অভিনয় সবকিছুতেই সমান পারদর্শী। ছবি: ফেসবুক
-
সাবার ২০১২ সালে ঈদুল ফিতরের মাহমুদ সানীর সঙ্গে সাবার গাওয়া ডুয়েট ‘তোমায় ভালোবেসে’ গানটি তখন জনপ্রিয়তা পেয়েছিল। ছবি: ফেসবুক
-
সাবার বেশ কয়েকটি মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ছবি: ফেসবুক
-
সোশ্যাল মিডিয়াতেও সাবা তুমুল জনপ্রিয়। ছবি: ফেসবুক
-
সাবার সোশ্যাল মিডিয়াতে অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে। ছবি: ফেসবুক
-
শৈশব থেকেই সাবা প্রাতিষ্ঠানিকভাবে গান শিখতে শুরু করনে। ছবি: ফেসবুক
-
সৃষ্টি ললিতা কলা একাডেমি ছিল সাবার প্রথম গান শেখার স্কুল। ছবি: ফেসবুক
-
ছোটবেলায় গানের পাশাপাশি আবৃত্তি ও অভিনয় শেখেন সাবা। নাচ শিখতে ভর্তি হন শিশু একাডেমীতে। ছবি: ফেসবুক
-
গান, নৃত্য এসবের পাশাপাশি সাবা লেখাপড়াতে মেধার পরিচয় দিয়েছেন। ছবি: ফেসবুক