ট্রাজেডি পলাশবাড়ি নাটকের মঞ্চায়ন
প্রাচ্যনাট্যের ‘ট্রাজেডি পলাশবাড়ি’ নিয়ে এই অ্যালবাম।
-
বাংলাদেশ শিল্পকলা একডেমির মূল থিয়েটার হলে গতকাল সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয়েছে প্রাচ্যনাটের নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। ছবি : মাহবুব আলম।
-
খ্যাতিমান নাট্যজন আজাদ আবুল কালামের নির্দেশনায় ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। এই ঘটনাকে ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটি আমাদের বর্তমান সময়ের পোশাক শ্রমিকদের জীবন কাহিনির কথা মনে করিয়ে দেয়। ছবি : মাহবুব আলম।
-
‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটি সম্পর্কে নির্দেশক আজাদ আবুল কালাম বলেন, ‘এই নাটকের চরিত্রগুলো সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করছি এটি এরই মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। ছবি : মাহবুব আলম।
-
প্রতিবারের ন্যায় এবারের শোতেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটি দেখতে এসেছিলেন। ছবি : মাহবুব আলম।